ওবায়দুল কাদেরের দ্রুত আরোগ্য কামনা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন,আমরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দ্রুত আরোগ্য কামনা করছি।আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন।তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার কথা শুনেছি।আমরা আগেই বলেছি উন্নত চিকিৎসার জন্য যথেষ্ট নয় বিএসএমএমইউ।এ পরিপ্রেক্ষিতে তিনি খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে বলেন,বেগম খালেদা জিয়া বিদেশ যেতে চাননিদলের পক্ষ থেকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দাবি জানানো হয়েছে।সোমবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে দেয়া কর্মসূচি ঘোষণা করার সময় তিনি এসব কথা বলেন।রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী ওই কর্মসূচি ঘোষণা করেন।কর্মসূচি অনুযায়ী আগামী ৬ মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে বিএনপি।বিএনপির এই নেতা বলেন,আমরা প্রতিদিন নানাভাবে আহ্বান এবং দাবি করে আসছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার পছন্দমতো বিশেষায়িত হাসপাতালে সুচিকিৎসার ব্যবস্থা করুন। তাকে জামিনে মুক্তি দিন। তাকে জেলে নেয়ার পর থেকে তিনি প্রচণ্ড অসুস্থ। দেশবাসী জানেন, তিনি হাঁটতে পারছেন না। পা ফুলে গেছে। হাত অবশ। পুরনো রোগগুলো বেড়ে গেছে। চোখেও প্রচণ্ড ব্যথা। নির্যাতন সহ্য করতে গিয়ে তার আগের অসুস্থতা এখন আরও গুরুতর রূপ ধারণ করেছে। সার্ভাইক্যাল স্পন্ডিলোসিসের জন্য কাঁধে প্রচণ্ড ব্যথা, হিপ-জয়েন্টেও ব্যথার মাত্রা প্রচণ্ড। ঝুঁকিপূর্ণ শরীর। প্রতি মুহূর্তে আমরা তাকে নিয়ে আশঙ্কায় থাকি।

Facebook Comments