বাফুফের একাডেমির ফুটবলাররা ডাক্তারি পরীক্ষার অপেক্ষায়

অনূর্ধ্ব-১৫ ও ১৬ এবং অনূর্ধ্ব-১৮ ও ১৯ বয়সের ৭০ জনের মতো প্রতিভাবান ফুটবলার নাম নোটবুকে নিয়েছেন বাফুফের দায়িত্বপ্রাপ্ত কোচরা।এই প্রতিভাবানদের মধ্যে যারা ডাক্তারি পরীক্ষায় টিকে যাবে তারাই সুযোগ পাবে বাফুফের ফুটবল একাডেমিতে।বাড্ডার বেরাইদে ফর্টিস গ্রুপের যে মাঠটি একাডেমির জন্য নিয়েছে বাফুফে,সেখানে বাছাইকৃত খেলোয়াড়দের উঠিয়ে একাডেমি শুরু করবে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি।শুক্রবার বাফুফের সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান কাজী মো. সালাউদ্দিন বলেন সংখ্যা কোনো বিষয় না।১০ জন হতে পারে,হতে পারে ১০০ জনও।সব নির্ভর করছে কোয়ালিটির উপর।শুক্রবার শেষ হলো ঢাকায় চূড়ান্ত পর্যায়ে প্রতিভা নির্ধারণ।ট্রায়াল কার্যক্রম শেষ হওয়া উপলক্ষ্যেই বাফুফে আয়োজন করেছিল সংবাদ সম্মেলন।বাছাই কার্যক্রম শুরুর আগে ১৩ জানুয়ারি বাফুফে সভাপতি মার্চের প্রথম সপ্তাহে একাডেমি চালুর ঘোষণা দিয়েছিলেন।শুক্রবার তিনি কোনো দিনক্ষণ নির্ধারণ করেননি।মার্চেই শুরু হবে,একদিন আগে আর পরে।আমরা যাদের দিয়ে এ গুরুত্বপূর্ণ কাজটি করিয়েছি তারা পেশাদার।তাদের কোনো ভাই বা আত্মীয় এখানে নেই।আমি নিজেও কোনো হস্তক্ষেপ করিনি।নিরপেক্ষভাবে বাছাই কার্যক্রম হয়েছে,কোনো পক্ষপাতিত্ব হয়নি।

Facebook Comments