জীবন লড়াকুদের জন্য: নেইমার

স্পোর্টস ডেস্ক
ফুটবল বিশ্বের দামী খেলোয়াড় তিনি। কিন্তু ধারাবাহিক ইনজুরিতে বেশিরভাগ সময়ই থাকতে হয় মাঠের বাইরে। ইনজুরি একপ্রকার অভিশাপ হয়ে দাঁড়ালো ব্রাজিল তারকা নেইমারেরপায়ের ইনজুরিতে প্রায় আড়াই মাসের জন্য বাইরে পিএসজি তারকা নেইমার। কয়েকদিন আগেই নিজের ২৭তম জন্মদিনে কাঁদলেন তিনি। এবার ইনস্ট্রাগ্রামে এক আবেগঘন পোস্টের মাধ্যমে জানালেন কোনো কিছুই তার আত্মবিশ্বাস দুর্বল করতে পারবে না।গত পাঁচ বছরে মোট ২৩ বার ইনজুরিতে পড়েছেন এই ব্রাজিলীয় তারকা। শেষ রাশিয়া বিশ্বকাপে ইনজুরির ধকল কাটিয়ে ফিরেছিলেন মাঠে। কয়েকমাস না যেতে এ বছরের জানুয়ারিতে আবারও ইনজুরিতে তিনি।এরপর ফরাসি কাপে ডান পায়ের পাতার মেটাটারসালে আঘাত পান ২৬ বছর বয়সী নেইমার। সেরে উঠতে প্রায় ১০ সপ্তাহ মতো সময় লাগবে বলে জানায় তার ক্লাব পিএসজি।দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা কষ্টকর হলেও ফিরে আসতে দৃঢ়প্রতিজ্ঞ নেইমার। ইনজুরির সাথে যুদ্ধ করে মাঠে ফিরে আসার প্রত্যয় জানিয়ে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন এই ব্রাজিলিয়ান তারকা। ছবির ক্যাপশনে তিনি লিখেন, ‘জীবন লড়াকুদের জন্য, তাই কোনো কিছুই আমাকে দুর্বল করতে পারে না।

Facebook Comments