বুড়িগঙ্গার ১১৮ স্থাপনা উচ্ছেদ

মঙ্গলবার ১২ ফেব্রুয়ারি নৌ-পরিবহন মন্ত্রণালয় জানায়,অভিযানের তৃতীয় পর্যায়ে লোহারপুলের পাশে শহীদনগর বালুঘাট ও কামরাঙ্গীরচরের ব্যাটারিঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।এদিন দোতলা ভবন তিনটি,আধাপাকা ঘর ৩৮টি,টিনের ঘর ৩৫টি ও টংঘর ৪২টি উচ্ছেদ করা হয়েছে।বিআইডব্লিউটিএ প্রথম ও দ্বিতীয় পর্যায়ে মোট এক হাজার ১৯৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং প্রায় ১০ একর তীরভূমি উদ্ধার করেছে।বুধবার ১৩ ফেব্রুয়ারি কামরাঙ্গীরচরের নবাবচর এলাকা থেকে বসিলা অভিমুখে বুড়িগঙ্গা নদীতে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে বলে জানায় মন্ত্রণালয়।

Facebook Comments