তাবলিগেকে নিয়ে আবার বসবে সরকার

রোববার ০৩ ফেব্রুয়ারি দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমদফা বৈঠক শেষে বিকেলে ধর্ম মন্ত্রণালয়ে দ্বিতীয় দফায় বৈঠক হয়।পরে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান।ধর্ম প্রতিমন্ত্রী বলেন,কিছুদিন ধরে বিভিন্ন লোক বিভিন্নভাবে বিশ্ব ইজতেমাকে ভাগাভাগি করার চেষ্টা করছে।কোনভাবেই এটাকে ভাগ করতে দেওয়া যাবে না। গতবছরও গোলযোগ রাস্তায় এসে গিয়েছিল।আমরা এটা সফলভাবে নিবৃত করতে সক্ষম হয়েছি।এবার দূরত্বটা অনেক বেশি,আরো শক্ত হয়েছে।শক্ত কারণগুলোর জট খুলতে আমাদের একটু শক্ত হতে হয়েছে।দু’পক্ষকে এক জায়গায় বসাতে সক্ষম হয়েছি,যাতে এক জায়গায় করতে পারি।এজন্য নিরাপত্তার দায়িত্ব সরকারের।আজকে সবাই একমত যে ১৫-১৭ ফেব্রুয়ারি একত্রে টঙ্গীতে বিশ্ব ইজতেমা হবে।তবে কিছু কিছু কথা আছে সে কারণে আবারও একসঙ্গে বসতে হবে।বয়ান কে করবে- তা নিয়ে বসে সিদ্ধান্ত হবে।

Facebook Comments