প্রচারণায় কাউকে বাধা দেয়া হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনী প্রচারণায় কাউকে বাধা দেওয়া হচ্ছে না। সবাই নিজেদের মতো করে প্রচারণা চালাচ্ছেন বলে দাবি করেছেন ঢাকা-১২ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বুধবার বিকেলে তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে ঢাকা-১২ আসনের এক নির্বাচনী জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি অভিযোগ করেছে তাদের নির্বাচনী প্রচারণা করতে দেয়া হচ্ছে না, পোস্টার লাগাতে দেওয়া হচ্ছে না। আসলে তারাই পোস্টার লাগায় না। যে কারণে তাদের পোস্টার কোথাও দেখি না। নির্বাচনী প্রচারণায় কাউকে বাধা দেওয়া হচ্ছে না। সবাই নিজেদের মতো করে প্রচারণা চালাচ্ছেন। বিএনপির অভিযোগ সত্য নয়।
সারা দেশে বিএনপি নেতাকর্মীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করছে তাদের এমন অভিযোগ ঠিক না মন্তব্য করে মন্ত্রী বলেন, আমি স্পষ্টভাবে বলছি তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে শুধুমাত্র যাদের নামে ওয়ারেন্ট আছে।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আলোকিত বাংলাদেশের জন্য শেখ হাসিনার বিকল্প কেউ নেই। যদি এই নিরাপত্তা ও দেশের সর্বস্তরের উন্নয়ন অব্যাহত রাখতে চান, তাহলে আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করুন। নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করুন।
জনসভায় তেজগাঁও ট্রাক টার্মিনাল নির্বাচন পরিচালনা কমিটির সংশ্লিষ্ট নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments