সমাজকল্যাণ মন্ত্রণালয় গরিব ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সহায়তা দেবে

গরিব, অসহায় ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সহায়তা দেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়। হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের আওতায় এ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। রোববার (৪ আগস্ট) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ তথ্য জানান।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন,ডেঙ্গুর ব্যাপারে সবাই উদ্বিগ্ন অবস্থায় আছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য মন্ত্রণালয় মূল দায়িত্ব পালন করছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় গবির, দুঃস্থ, অসহায়, পঙ্গু মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি।
ডেঙ্গু নিয়ে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। শুধু সরকারের ওপর নির্ভর করলেই হবে না। মানুষকে সচেতন করতে তৃণমূল পর্যায়ে আমাদের অফিসগুলোতে ইতোমধ্যে নির্দেশনা দিয়েছি। আমরা নির্দেশনা দিয়েছি, গরিব, দুঃস্থ, অসহায় যারা চিকিৎসার জন্য অর্থাভাবে আছেন, তাদের যা লাগে দেওয়া হবে।
রোগীর টেস্টের জন্য ফি লাগলে,সেই ফি-টা আমরা দিয়ে দেব। এ ধরনের সহায়তা আমরা দেব -বলেন জুয়েনা আজিজ।
একজন রোগীকে কত টাকার সহায়তা দেওয়া হবে -জানতে চাইলে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন,রোগীর ডিমান্ড অনুযায়ী সহায়তা দেওয়া হবে। কোন রোগী কোন ধরনের পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন হবে, সেই অনুযায়ী পরীক্ষার টাকা পরিশোধ করা হবে। যতদিন ডেঙ্গুর ব্যাপকতার মাত্রা না কমবে সেই পর্যন্ত সরকার সেবা দেওয়ার চেষ্টা করবে।

Facebook Comments