ব্রাজিলের জয়

মঙ্গলবার রাতে প্রথমার্ধে বল দখলে এগিয়ে ছিল ব্রাজিল। তবে আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিকরাই। সেটির সুফলও তারা পায় ৩৭ মিনিটে। ২০ গজ দূর থেকে নিচু শটে বল ব্রাজিলের জালে পাঠিয়ে চেকদের এগিয়ে দেন মিডফিল্ডার ডেভিড পাভেলকা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই চেকদের ভুলে সমতায় ফেরে ব্রাজিল। ৪৯ মিনিটে জেব্রে সেলাসির ভুল ব্যাকপাসে ডি বক্সে বল পেয়ে গোলটা করেন লিভারপুলের ফরোয়ার্ড ফিরমিনো।
৭২ মিনিটে ফিলিপে কুতিনহোর বদলি হিসেবে জেসুসকে মাঠে নামান ব্রাজিল কোচ তিতে। ৮৩ মিনিটে সেই জেসুসই এগিয়ে দেন ব্রাজিলকে। অভিষিক্ত ডেভিড নেরেসের পাসে ছোট বক্সের মধ্যে বল পেয়ে জালে পাঠান ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ানোর পাশাপাশি ব্রাজিলের জয় নিশ্চিত করে ফেলেন জেসুস। পাল্টা আক্রমণে তার প্রথম শট চেক গোলরক্ষক ফিরিয়ে দিলেও ফিরতি বলে জাল খুঁজে নেন তিনি।
ঘরের মাঠে অনুষ্ঠেয় কোপা আমেরিকার আগে আরো দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলার কথা ব্রাজিলের। আর ১৪ জুন বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের কোপা আমেরিকা অভিযান।

Facebook Comments