শনিবার শুরু আন্তর্জাতিক আর্চারি

বুধবার জাতীয় ক্রীড়া পরিষদে সংবাদ সম্মেলনে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল টুর্নামেন্ট নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।এ সময় ফেডারেশনের সভাপতি লে. জেনারেল (অব.) মইনুল ইসলাম উপস্থিত ছিলেন।তৃতীয় আসরে খেলছে কেনিয়া, কিরগিজস্তান, সৌদী আরব, মালয়ি, মরক্কো, নেপাল, সুদান, সিরিয়া, থাইল্যান্ড, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, চাইনিজ তাইপে, আলবেনিয়া, আজারবাইজান, চাঁদ, ক্যামেরুন, জার্মানী, ভারত, ইরান, ইরাক, কাজাখস্তান, সংযুক্ত আরব আমিরাত, উগান্ডা, আলজেরিয়া ও স্বাগতিক বাংলাদেশ।বাংলাদেশ দল – রোমান সানা, ইমদাদুল হক মিলন, হাকিম আহমেদ রুবেল, তামিমুল ইসলাম, বিউটি রায়, নাসরিন আক্তার, দিয়া সিদ্দিকী, ইতি খাতুন, শেখ সজিব, অসীম কুমার দাস, আবুল কাশেম মামুন, মিলন মোল্যা, সুস্মিতা বনিক, বন্যা আক্তার, শ্যামলী রায় ও তামান্না পারভীন।প্রধান কোচ : মার্টিন ফ্রেডরিক।সহকারী কোচ : জিয়াউল হক ও মোহাম্মদ হাসান।

Facebook Comments