চ্যারিয়ট অব লাইফ বইয়ের মোড়ক উন্মোচন

পেঙ্গুইন র‌্যানডম হাউজ ইন্ডিয়া থেকে প্রকাশিত হয়েছে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর আত্মজীবনীমূলক বই ‘চ্যারিয়ট অব লাইফ’।চেক ভাষাতেও বইটির একটি অনুবাদ প্রকাশিত হয়েছে।বুধবার ৬ ফেব্রুয়ারি গণভবনে বইটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে পর্দার অন্তরালে কী ঘটেছিল, সেই সরকারের সঙ্গে পেছন থেকে কারা ছিলেন, ক্ষমতার যে দর্প তারা দেখিয়েছিলেন তার বিবরণ উঠে এসেছে ‘চ্যারিয়ট অব লাইফ’ বইটিতে।২০১৮ সালের মার্চে শ্রাবণ প্রকাশনী থেকে বের হয় ‘চ্যারিয়ট অব লাইফ’। এরপর ভারতের পেঙ্গুইন থেকে তা প্রকাশিত হলো।

Facebook Comments