রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে চান

শুক্রবার ২৫ জানুয়ারি রাজধানীর হোটেল মেরিডিয়ানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশেষ দূত ইয়াং হি লি বলেন।জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াং হি লি রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদে ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।গত ১৯ জানুয়ারি ৭ দিনের সফরে বাংলাদেশে আসেন ইয়াং হি লি। বাংলাদেশ সফর শেষে এই সংবাদ সম্মেলনে রোহিঙ্গাদের নিয়ে তার পর্যবেক্ষণ তুলে ধরেন।জাতিসংঘের বিশেষ দূত ইয়াং হি লি বলেন, রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে চান। তাদের সেখানেই নিরাপদে ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমারকেই উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।রোহিঙ্গাদের তৃতীয় দেশে পাঠানো কোনো সমাধান নয়। তাদের নিজ দেশে ফিরে যাওয়াটাই সমাধান
ভাসানচরে আমি গিয়েছি। সেখানকার পরিস্থিতি দেখেছি। বাংলাদেশ সরকার সেখানে অবকাঠামো নির্মাণ করছে। তবে সেখানে রোহিঙ্গাদের ফেরাতে তাদের সঙ্গে আলোচনা ও এ নিয়ে সমীক্ষার প্রয়োজন রয়েছে বলেও তিনি মনে করেন।বাংলাদেশ সফরকালে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। ভাসানচরে রোহিঙ্গাদের জন্য নির্মিত ক্যাম্পও দেখে এসেছেন তিনি।বাংলাদেশ সফরের শেষ দিন শুক্রবার ইয়াং হি লি সংবাদ সম্মেলনে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন।

Facebook Comments