২০২৩ রাগবি বিশ্বকাপের বাছাইপর্বের ফরম্যাট চূড়ান্ত ঘোষণা

স্পোর্টস ডেস্ক

ফ্রান্সে আয়োজিত ২০২৩ রাগবি বিশ্বকাপে শিরোপার লড়াইয়ের জন্য মোট বিশ (২০) দেশকে সুযোগ করে দিতে চায় বিশ্ব রাগবি কমিটি। আর এ লক্ষ্যে ৮ জুন (সোমবার) বাছাইপর্বের চূড়ান্ত ফরম্যাট ঘোষণা দিয়েছে রাগবির গ্লোবাল বডি।

গত বছর জাপানে আয়োজিত ১৪তম বিশ্বকাপে নিজেদের পুল থেকে শীর্ষ তিনে অবস্থান করায় ১২টি দল সরাসরি জায়গা করে নিচ্ছে ফ্রান্স বিশ্বকাপে।

দলগুলো হল দক্ষিন আফ্রিকা, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, ওয়েলস, জাপান, ফ্রান্স, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ইতালি, আর্জেন্টিনা ও ফিজি।

বাকি ৮টি জায়গার মধ্যে ৭টি দল আঞ্চলিক এবং ক্রস আঞ্চলিক বাছাইপর্বে চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয়ে আসতে হবে। বাকি একটা মাত্র জায়গার জন্য চার দেশ রাউন্ড রবিন টুর্নামেন্টে লড়বে।

বিশ্ব রাগবির চেয়ারম্যান বিল বিউমেন্ট এক বিবৃতিতে বলেন, ১৫তম বিশ্বকাপ আসরের জন্য যে ফরম্যাট দেওয়া হয়েছে তাতে পূর্ণ সদস্য দেশ থেকে শুরু করে আঞ্চলিক যে সদস্য দেশ রয়েছে সবার জন্য দারুন সুযোগ থাকবে।

আমেরিকা ও রাগবি ইউরোপ অঞ্চল থেকে দুটি করে দেশ সরাসরি বাছাইপর্ব পেরিয়ে খেলার সুযোগ পাবে। অপরদিকে ওশেনিয়া অঞ্চল ও রাগবি আফ্রিকা থেকে চ্যাম্পিয়ন দেশগুলোই কেবল বাছাইপর্ব পেরিয়ে মূলপর্বে খেলার সুযোগ পাবে। এছাড়াও ওশেনিয়া এবং এশিয়া অঞ্চল থেকে প্লে অফের ভিত্তিতে আরেকটি দলের মিলবে ফ্রান্সে খেলার টিকিট।

Facebook Comments