পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর খিলগাঁও এলাকার ঐতিহ্যবাহী অস্থায়ী মেরাদিয়া পশুর হাট জমে উঠেছে।
বৃহস্পতিবার (১৩ জুন) থেকে আনুষ্ঠানিকভাবে হাট শুরু হয়েছে। দেশের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার পশু আনা শুরু হয়েছে হাটে।
কুষ্টিয়ার ‘কালাবাবু’, জামালপুরের ‘কালাপাহাড়’ ও মধ্য মেয়াদিয়ার ‘সাদাবাবু’ নামে বড় আকারের গরু তোলা হয়েছে মেরাদিয়া হাটে। এবারের ঈদে হাট কাঁপাচ্ছে এসব বড় আকারের গরু।
শুক্রবার (১৪ জুন) মেরাদিয়া পশুর হাট ঘুরে এ চিত্র দেখা গেছে।
ক্রেতারা যে দাম বলছেন তাকে সন্তুষ্টও হতে পারছেন না তারা। খাবারের দাম বৃদ্ধি এবং উন্নত জাত ভেদে গরুগুলোর দাম চাওয়া হচ্ছে। তাই ভালো দামের অপেক্ষায় আছেন ‘কালাবাবু’, ‘কালাপাহাড়’ ও ‘সাদাবাবু’ বিক্রেতা।
অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান ষাঁড় ‘সাদাবাবু’ মেরাদিয়া হাটে এনেছেন স্থানীয় মেরাদিয়া মধ্যপাড়া এলাকার খামারি মোহাম্মদ মূসা। ১২০০ কেজি ওজন বা প্রায় ৩২ মণ ওজনের সাদা রংয়ের গরুটির দাম ১৩ লাখ টাকা চেয়েছেন ।
মেরাদিয়া হাটে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান ষাঁড় ‘কালাপাহাড়’ এসেছে জামালপুর থেকে। ১১০০ কেজি বা প্রায় ৩০ মণ ওজনের সাদা রংয়ের গরুটির দাম চাওয়া হচ্ছে ১২ লাখ টাকা। গরুটিকে নিজ খামারে লালন-পালন করে বড় করেছেন বলে জানালেন খামারি আমজাদ আলী। খাইয়েছেন ঘরের খাবার। প্রতিদিন ৮০০ টাকার বেশি খাবার খায় এই ‘কালাপাহাড়’।