শপথ শেষে বিএফডিসিতে সংবাদিকদের ওপর হামলা

বিনোদন ডেস্ক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠান ছিল আজ (২৩ এপ্রিল)। বিকেলে বিএফডিসিতে শিল্পীদের শপথগ্রহণ শেষ হতেই ঘটে অপ্রীতিকর ঘটনা। সংবাদিকদের ওপরে চালানো হয় হামলা। উপস্থিত সাংবাদিকরা জানান, অভিনেতা শিবা শানুর মাধ্যমে এ ঘটনার সূত্রপাত ঘটে। শিল্পী সমিতির শপথ গ্রহণ শেষে একজন গণমাধ্যমকর্মীকে হঠাৎ করেই মারতে শুরু করেন তিনি। এক পর্যায়ে অন্যান্য সংবাদকর্মীরা তাকে আটকাতে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে।

এ ঘটনায় দৈনিক খবরের কাগজের বিনোদন প্রতিবেদক মিঠুন আল মামুন এবং বাংলাভিশন ও চ্যানেল 24 এর ক্যামেরাপারসনসহ ১০ জনের মতো সংবাদকর্মী ও ইউটিউবার আহত হন। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের অনেকেই বলেছেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনার নেতৃত্ব দেয়েছেন শিবা শানু, জয় চৌধুরী ও আলেকজ্যান্ডার বো।

সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল সংবাদমাধ্যমকে বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা দেখছি। এটা খুবই দুঃখজনক। বিষয়টি যেভাবে দেখা দরকার তা আমরা দেখছি।’

প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল বিএফডিসি প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এরপর ভোট গণনা শেষে ২০ এপ্রিল ভোরে ফলাফল ঘোষণা করা হয়। এবার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় খল-অভিনেতা ও বিগত দুই মেয়াদের সফল সভাপতি মিশা সওদাগর। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

Facebook Comments