এক দিনের সফরে বাংলাদেশে এসেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো গাউচো। ২০০২ বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় গণভবনে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের বিষয়টি পূর্বনির্ধারিতই ছিল। সন্ধ্যা সাড়ে ছয়টায় এই সাক্ষাৎকার হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে গণভবনে পৌঁছতেই পারেননি এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে হোটেল রেডিসন থেকে গণভবনের উদ্দেশে যাত্রা করেন তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অনুষ্ঠানটি প্রচারের অনুমতি ছিল শুধুই বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) কাছে।
শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় সাংবাদিকদের সামনে হাজির হওয়ার কথা রোনালদিনহোর। র্যাডিসনে ফিরে সংবাদ সম্মেলনে অংশ নেবেন তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পুরুষ ও নারী জাতীয় দলের দুই অধিনায়ক জামাল ভূঁইয়া ও সাবিনা খাতুন। তাদের সঙ্গে র্যাডিসনে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান।
এর আগে দুপুর সাড়ে ৩ টায় হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। সেখান থেকে সরাসরি তিনি বিশ্রামের জন্য রাজধানীর পাঁচ তারকা হোটেল র্যাডিসনে আসেন রোনালদিনহো।