বিনোদন ডেস্ক
ভেঙেই গেল চিত্রনায়িকা পরীমণি ও শরীফুল রাজের সংসার।পরীমণি রাজকে ডিভোর্স দিয়েছেন।
সোমবার (১৮ সেপ্টেম্বর) পরীমণি রাজের উদ্দেশে বিচ্ছেদের নোটিশ পাঠান। তার পারিবারিক একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে।
২০২২ সালের ২১ জানুয়ারি হলুদ অনুষ্ঠানের পর ২২ জানুয়ারি রাতে জমকালো আয়োজনে ১০১ টাকা দেনমোহরে শরিফুল রাজ-পরীমণির বিয়ের আনুষ্ঠানিকতা হয়। শোবিজ অঙ্গনের কয়েকজনসহ দুই পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন বিয়েতে।
গেল বছরের ১০ আগস্ট পরী ও রাজের ঘর আলো করে আসে পুত্র শাহীম মুহাম্মদ রাজ্য।
এর আগে একাধিকবার বিচ্ছেদের কথা শোনা গেলেও পুনরায় তাদের মিল হতে দেখা যায়। অবশেষে ভেঙে গেল রাজ-পরীর সংসার।
Facebook Comments