এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে ‘ডি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। হাজারো প্রবাসী সমর্থকদের উপস্থিতিতে সুরভী আকন্দ প্রীতির জোড়ায় লাল-সবুজ দল ৩-০ গোলে স্বাগতিক সিঙ্গাপুরকে হারিয়েছে। ম্যাচে অন্য গোলটি এসেছে সুলতানা আক্তারের কাছ থেকে।
গ্রুপে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ সেরা হয়েছে। স্বাগতিকরা সমান ম্যাচ খেলে তিন পয়েন্ট পেয়েছে। আর দুই ম্যাচ হেরে তুর্কমেনিস্তান আগেই বিদায় নিয়েছে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ এখন দ্বিতীয় রাউন্ডে খেলবে। সেখানে বাছাইয়ের সেরা আটটি দল লড়বে। এখান থেকে চার দল যাবে মূল পর্বে।
রবিবার জালান বেসার স্টেডিয়ামে লাল-সবুজ দল প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিয়েছে। চোটের কারণে ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতির খেলা কিছুটা অনিশ্চিত ছিল। তবে ম্যাচের আগে সুস্থ হয়ে উঠায় তাকে নিয়েই একাদশ সাজান কোচ। তার প্রতিদানও দিয়েছেন এই ফরোয়ার্ড। প্রীতির সৌজন্যেই বাংলাদেশ দল অগ্রগামিতা পেয়েছে।
২১ মিনিটে প্রীতির গোলেই বাংলাদেশ এগিয়ে গেছে। স্পট কিক থেকে লাল-সবুজ দলকে লিড এনে দেন প্রীতি। বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত এই স্কোরলাইন-ই ছিল। বিরতির পরও বাংলাদেশের দাপট চলেছে। এই অর্ধে এসেছে আরও দুটি গোল। ৫৫ মিনিটে পেনাল্টি থেকে বাংলাদেশ আবারও এগিয়ে গেছে। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে দলের ব্যবধান বাড়িয়ে নেন প্রীতি। ৭ মিনিট পর বাংলাদেশ তৃতীয় গোলের দেখা পেয়েছে। সুলতানা রহমান গোল করে স্বাগতিকদের ব্যাকফুটে ঠেলে দেন। শেষ পর্যন্ত দাপুটে এক জয় নিয়েই মাঠ ছেড়েছে গোলাম রব্বানী ছোটনের দল।
বাংলাদেশ দল: সঙ্গীতা রানী দাস,জয়নব বিবি, অর্পিতা বিশ্বাস, রুমা আক্তার,নুসরতা জাহান, থুইনু মারমা,পুজা দাস, কানন রানী বাহাদুর,নাদিয়া আক্তার,সুলতানা আক্তার ও সুরভী আকন্দ প্রীতি।