আইপিএলে অভিষেক লিটনের, নেই মোস্তাফিজ 

স্পোর্টস ডেস্ক

এবারের আইপিএলে বাংলাদেশের হয়ে খেলছেন কেবল লিটন দাস ও মোস্তাফিজুর রহমান। সবকিছু ঠিকঠাক থাকলে আইপিএলে আজ মুখোমুখি হওয়ার কথা ছিল তাদের। কিন্তু লিটনকে কলকাতা নাইট রাইডার্স নিলেও মোস্তাফিজকে খেলাচ্ছে না দিল্লি ক্যাপিটালস।

মোস্তাফিজ না থাকার দিনই কপাল খুলে গেল লিটনের। আইপিএলে আজ অভিষেক হচ্ছে তার। গত ম্যাচের থেকে আজ চারটি পরিবর্তন এনেছে কলকাতা। রহমানউল্লাহ গুরবাজের জায়গায় আজ ব্যাট হাতে দেখা যাবে লিটনকে। আইপিএলে যাওয়ার আগে বেশ ছন্দে ছিলেন ডানহাতি এই ব্যাটার। সেই ছন্দ ধরে রাখাই চ্যালেঞ্জের তার জন্য।

দিল্লি একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মিচেল মার্শ, মনিশ পান্ডে, ফিল সল্ট, ললিত যাদব, আমান খান, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, আনরিখ নরকিয়া, ইশান্ত শর্মা ও মুকেশ কুমার।

কলকাতা একাদশ: ভেঙ্কটেশ আইয়ার, লিটন দাস, জেসন রয়, সুনীল নারাইন, নীতিশ রানা (অধিনায়ক), রিংকু সিং, মন্দ্বীপ সিং, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব, কুলওয়ান্ত, খেজরোলিয়া।

Facebook Comments