সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক আহত

বান্দরবান প্রতিনিধি :

বান্দরাবানের নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তের জামছড়ি লাকায় পুতে রাখা মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, একই দিন সকালে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি হলেন, কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া হাজিপাড়ার আব্দুল হাকিমের ছেলে মো. বেলাল।

জানা গেছে, বুধবার সকালে মিয়ানমারের কয়েক কিলোমিটার ভেতরে গিয়ে গরু আনতে যায় বেলাল। এ সময় ওই এলাকায় মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক পুতে রাখা মাইন বিস্ফোরণে গুরুত্ব আহত হয়েছেন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয়রা জানান, মিয়ানমার থেকে চোরাই পথে গরু আনতে গিয়ে আরও কয়েকজন নিখোঁজ রয়েছে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, বুধবার সকালে সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য আহত যুবকে কক্সবাজার নেওয়া হয়েছে।

Facebook Comments