লং মার্চে ইমরান খান গুলিবিদ্ধ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তবে তার অবস্থা আশংকাজনক নয়। পায়ে গুলিবিদ্ধ অবস্থায় পিটিআই চেয়ারম্যানকে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, গুলিবর্ষণকারী অজ্ঞাত ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দেশটির পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদের আল্লাহ হো চকের নিকটবর্তী র‌্যালি চলাকালে ইমরান খানের কন্টেইনারে গুলি চালায় অজ্ঞাত হামলাকারীরা। এতে পায়ে তিনটি গুলি লাগে তার। খবর ডন, এনডিটিভির।

হামলায় ইমরান খান ছাড়াও আহত হয়েছেন আরও দুজন। তারা হলেন সিনেটর ফয়সাল জাভেদ ও আহমেদ চাত্তা। এ ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

পিটিআই নেতা ইমরান ইসমাইল বলেছেন, ‘ইমরান খানের পায়ে তিনটি গুলি লেগেছে।’ তিনি বলেন, ‘হামলার সময় তিনি ইমরান খানের পাশেই ছিল।’ হামলায় ফয়সাল আহমেদও আহত হয়েছেন বলে জানান তিনি।

তবে ইমরান খানের আহতের বিষয়টি গুরুতর নয় বলে প্রতিবেদনে বলা হয়েছে। বর্তমানে ইমরান খানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Facebook Comments