শিক্ষার্থীদের জন্য নতুন বই ছাপা শুরু বৃহস্পতিবার

বুধবার (২ নভেম্বর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সরকার সময় মতো দিতে চায় জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বইয়ের মানটাও ঠিক রাখতে চাই। এখন যদি কাগজের পাল্প পাওয়াই না গেলো, তখনতো সেকেন্ডারি পাল্প দিয়ে হলেও কাগজ আমার দিতে হবে। সেখানে যদি কিছুটা হেরফের হয়- গ্রহণযোগ্য মাত্রায় তো হতেই হবে।

বইয়ের মান নিয়ে এক প্রশ্নে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, এমনিতেও তো আপনারা প্রত্যেকবার মান নিয়ে প্রশ্ন তোলেন। আমাদের ৩৫ কোটি বই সবগুলো তো আসলে চেক করা সম্ভব হয় না। কিন্তু আমরা চাই এটাকে মানে রাখতে। যতটুকু পর্যন্ত মানের রাখার সম্পূর্ণ চেষ্টা আমাদের থাকে। এবারও সেই চেষ্টা থাকবে। বিভিন্ন ধরনের যে বাস্তবতা থাকে সেগুলোকেও আমাদের মাথায় রাখতে হবে। কাল থেকে বই ছাপা শুরু হবে। যে মানের আমরা চাই, সেটা তারা দিতে পারবে বলে জানিয়েছে।

Facebook Comments