সহজ গ্রুপে চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় “স্বাধীনতা কাপ ২০২২” এর কোয়ালিফায়ার্স রাউন্ডের খেলা আগামী ০৫ হতে ০৬ নভেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে।

উক্ত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা “বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০২২-২৩” এ অংশগ্রহণকারী ১১ টি ফুটবল দলসহ সর্বমোট ১৬টি দলের অংশগ্রহণে আগামী ১৩ নভেম্বর ২০২২ হতে ০৫ ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম, গোপালগঞ্জ; শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম, কুমিল্লা ও বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেঃ মতিউর রহমান স্টেডিয়াম, মুন্সিগঞ্জে অনুষ্ঠিত হবে।

উক্ত প্রতিযোগিতা উপলক্ষে অদ্য ৩১ অক্টোবর ২০২২ তারিখ বিকল ৩.০০ ঘটিকায় মতিঝিলস্থ বাফুফে ভবনের ৩য় তলার কনফারেন্স রুমে প্রতিযোগিতার ‘ড্র’ অনুষ্ঠিত হয়।

ড্রয়ে ‘এ’ গ্রুপে শক্ত প্রতিপক্ষ পেয়েছে আরেক ঐতিহ্যবাহী মোহামেডান। তাদের সঙ্গে আছে ২০১৩ সালের চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্র, ফর্টিস ও বাছাইয়ে রানার্সআপ হওয়া দল।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফে গত টুর্নামেন্টে আবাহনীর কাছে শ্রেষ্ঠত্ব হারিয়েছিল বসুন্ধরা কিংস। এবার তারা ‘বি’ গ্রুপে প্রতিপক্ষ পেয়েছে চট্টগ্রাম আবাহনী, আজমপুর ও ফকিরেরপুলকে।

আর ‘ডি’ গ্রুপে রয়েছে ২০১৩ সালের রানার্সআপ শেখ জামাল, পুলিশ এফসি, রহমতগঞ্জ ও বাফুফে এলিট একাডেমি।

এ-গ্রুপ: মোহামেডান, শেখ রাসেল ক্রীড়া চক্র, ফর্টিস একাডেমি ও টিম-১৩(বাছাই থেকে আসা)

বি-গ্রুপ: বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী, আজমপুর ফুটবল ক্লাব উত্তরা ও ফকিরেরপুল ইয়ংমেন্স

সি-গ্রুপ: আবাহনী লিমিটেড, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, উত্তরা এএফসি ও টিম-১২(বাছাই থেকে আসা)

ডি-গ্রুপ: শেখ জামাল ধানমন্ডি ক্লাব, পুলিশ এফসি, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি ও বাফুফে এলিট একাডেমি।

স্বাধীনতা কাপ ২০২২ এর ‘ড্র’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সহ-সভাপতি ও প্রফেশনাল লীগ ম্যানেজমেন্ট কমিটির সদস্য জনাব মোঃ আতাউর রহমান ভুইয়া (মানিক), বাফুফে সদস্য জনাব মহিদুর রহমান মিরাজ, বাফুফে সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু নাইম সোহাগ এবং বাফুফে ম্যানেজার-কম্পিটিশন্স জনাব মোঃ জাবের বিন তাহের আনসারী।

Facebook Comments