বুধবার লোডশেডিংয়ের সময়সূচি প্রকাশ

বিদ্যুৎ সাশ্রয়ে সারা দেশে এক সপ্তাহ দৈনিক এক ঘণ্টা করে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়েছে মঙ্গলবার (১৯ জুলাই) থেকে। এর আগে সোমবার (১৯ জুলাই) ঘাটতি ঠেকাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে এসব কথা জানান প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী।

এদিকে এলাকাভিত্তিক লোডশেডিং শুরুর দ্বিতীয় দিনের সূচি প্রকাশ করা হয়েছে। এতে পিক আওয়ারে কোন এলাকায় কখন বিদ্যুৎ থাকবে না তা জানিয়ে দিয়েছে ঢাকা ও উত্তরের দুই বিদ্যুৎ বিতরণ সংস্থা।

বুধবারের (২০ জুলাই) জন্য ডিপিডিসি এবং উত্তরাঞ্চলের বিতরণ সংস্থা নেসকো এক ঘণ্টা করে লোড শেডিংয়ের তালিকা করলেও কোনো কোনো এলাকায় দুই বার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সময় উল্লেখ করেছে।

এদিকে ডেসকোর সূচি প্রথম দিনে এলেমেলো হওয়ায় পরিকল্পনার থেকে বেশি লোডশেডিং হয়েছে। এ কারণে বুধবার অর্থাৎ দ্বিতীয় দিনের লোডশেডিংয়ের তালিকা প্রকাশ করেনি ডেসকো।

সময়সূচির তালিকা:

Facebook Comments