স্বামীর ওপর রাগ করে নিজের গায়ে আগুন দেওয়া চিকিৎসক মারা গেছেন

নিজের গায়ে আগুন দেয়া মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক অদিতি সরকার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় অদিতির মৃত্যু হয় বলে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন জানিয়েছেন।

গত শুক্রবার থেকে হাসপাতালে ভর্তি ছিলেন ৩৮ বছর বয়সী এই চিকিৎসক। তার শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল।

মিটফোর্ড হাসপাতালের নবজাতক শিশু বিভাগের রেজিস্ট্রার অদিতি সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৩১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। গত শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে হেয়ার স্ট্রিটের বাসায় তিনি নিজের গায়ে আগুন দেন বলে পুলিশের ভাষ্য।

অদিতির স্বামী প্রকৌশলী মানস মণ্ডলের দাবি, তার স্ত্রী বেশ কিছুদিন ধরে ‘অসুস্থ ও আপসেট’ ছিলেন। শুক্রবার দুপুরে বাসায় ফিরে জামাকাপড় পাল্টানোর সময় তিনি পাশের ঘরে স্ত্রীর চিৎকার শুনতে পান।

গিয়ে দেখেন অদিতির শরীরে আগুন জ্বলছে। বাথরুমে নিয়ে তার শরীরে পানি ঢালেন। এরপর ৯৯৯ নম্বরে কল করে একটি অ্যাম্বুলেন্স ডেকে অদিতিকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান বলে মানসের ভাষ্য।

 

Facebook Comments