সৌদি আরবে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। বৃহস্পতিবার ফজরের নামাজ আদায়ের পরপরই ঈদের জামাতে অংশ নিতে রওনা হন ধর্মপ্রাণ মুসলমানরা।

মক্কার মাসজিদুল হারামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৬টায়। জামাতটিতে শুধু বিশেষ অ্যাপসের মাধ্যমে রেজিস্টেশনকৃত প্রবাসী বাংলাদেশিসহ ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন। এতে ইমামতি করেন শেখ সালেহ আল হুমাইদ।

ঈদের খুতবায় বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি, উন্নতি ও করোনার মহামারি থেকে মুক্তি কামনা করেন মসজিদুল হারামের গ্র্যান্ড ইমাম শেখ সালেহ আল হুমাইদ।

অন্যান্য বছর দেশের বিভিন্ন জেলার বন্ধুদের নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করলেও বর্তমানে করোনা বিধি-নিষেধের কারণে আনন্দ নেই বলে জানান বাংলাদেশিরা।

দীর্ঘ একমাস সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদুল ফিতরের মধ্য দিয়ে পৃথিবী থেকে বিদায় নেবে করোনা মহামারি, ফিরে আসবে শান্তি, এমনটাই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের।

Facebook Comments