আজ ৫৫ পৌরসভায় ভোটগ্রহণ শুরু

চতুর্থ ধাপে দেশের ৩৪ জেলার ৫৫ পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে।

আজ রবিবার সকাল ৮টা থেকে এই ভোটগ্রহণ শুরু হয়। টানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এ ধাপে ২৫ পৌরসভায় ব্যালট পেপারে ভোট হচ্ছে। আর ৩০ পৌরসভায় ভোট হচ্ছে ইভিএমে।

চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। পরে সোনাইমুড়ি ও ত্রিশাল পৌরসভা এ ধাপে যুক্ত হয়। অপরদিকে আদালতের আদেশে নাটোর পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়েছে। ফেনীর পরশুরাম পৌরসভায় সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হন। জয়পুরহাটের কালাই পৌরসভায় নির্বাচন কার্যক্রম বন্ধের পর ফের তা চালু হয়। মাদারীপুরের কালকিনি পৌরসভার ভোট স্থগিত করে কমিশন। সব মিলিয়ে এখন ৫৫ পৌরসভায় ভোটগ্রহণ হচ্ছে।

এই ধাপের নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স, র্যাবের টিম, প্রতিটি পৌরসভায় গড়ে দুই প্লাটুন বিজিবি ও উপকূলীয় এলাকায় প্রতি পৌরসভায় এক প্লাটুন কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে।

নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা মাঠে রয়েছেন। এছাড়া কিছু পৌরসভায় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্দিষ্ট হারের চেয়ে অতিরিক্ত র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

Facebook Comments