ফ্রান্স ইস্যুতে সব পক্ষকে সংযত থাকার অনুরোধ

দেশবাংলা ডেস্ক

ফ্রান্স ইস্যুতে সব পক্ষকে সংযত থাকার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ অনুরোধ করেন।

পররাষ্ট্র সচিব বলেন, বাক-স্বাধীনতার নামে আমরা যেমন ধর্মীয় অবমাননা সমর্থন করি না। আবার একইসঙ্গে এ ইস্যুতে কোনো ধরনের সংঘাতও সমর্থনযোগ্য নয়। তাই ফ্রান্স ইস্যুতে সব পক্ষকে সংযত থাকার অনুরোধ করছি।

সৌদি আরবে নারী কর্মীদের মৃত্যু নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, এই ধরনের মৃত্যু নিন্দনীয়। এটা আমরা কামনা করি না। তবে সৌদি আরবে অনেক সময় নারীদের বয়স কম বেশি দেখিয়ে নিয়ে যাওয়া হয়। আমাদের এ নিয়ে সচেতন থাকা প্রয়োজন।

ভাসানচরে রোহিঙ্গাদের নিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, চলতি মাসেই রোহিঙ্গাদের ভাসানচরে পুনর্বাসন করার কাজ শুরু হবে। যারা স্বেচ্ছায় যেতে চায়, তাদের সেখানে আমরা নিয়ে যেতে চাই। তবে সেখানে পুনর্বাসন প্রক্রিয়া অস্থায়ী। আমাদের লক্ষ্য মিয়ানমারে তাদের ফেরত পাঠানো।

Facebook Comments