জুম্মার দিনে যা যা করবেন

মুসলমানদের কাছে সপ্তাহের অন্যান্য দিনের চাইতে শুক্রবার একটি আলাদা গুরুত্ব বহন করে। কারণ এইদিনে অনুষ্ঠিত হয় জুম্মার নামাজ, যার পজিলত সাধারণ নামাযের ছাইতে বহুগুণে বেশি। এই নামাজ জামাতে আদায়ের মাধ্যমে আল্লাহ’র নৈকট্য আরও ভালোভাবে অর্জন করা সম্ভব। তবে নামাজ পড়ার পাশাপাশি এই দিনের রয়েছে কিছু সুন্নত আমল।

চলুন জেনে নিই, সেসব আমল কী কী-

১. জুমার দিন মসজিদে যাওয়ার পূর্বে গোসল করা।

২. ভালো পোশাক পরিধান করা।

৩. সুগন্ধি ব্যবহার করা।

৪. জুমার নামাজ আদায়ের জন্য মসিজদে যাওয়া।

৫. কারো ঘাড় টপকে সামনে না যাওয়া।

৬. নির্ধারিত সালাত আদায় করে ইমামের খুতবা বা বক্তব্য শোনা।

৭. খুতবা চলাকালীন নীরবতা পালন করা।

৮. বিশেষ করে ছানি খুতবায় ইমামের সঙ্গে দোয়ার সময় আমিন আমিন বলা।

৯. জুমার দিন সুরায়ে কাহাফ পুরোপুরি তেলাওয়াত করা।

১০. জুমার নামাজের আগেই চুল, গোফ ও নখ কেটে পরিস্কার পরিচ্ছন্ন হওয়া।

যারা এ কাজগুলো সুন্দরভাবে পালন করবে এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত যাবতীয় গুনাহের কাফফার হয়ে যাবে বলে হাদিসে আছে। নবীজী (সাঃ) হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আরো তিন দিনের গুনাহ কাফফার হয়ে যাবে, কেননা নেক কাজের ছওয়াব দশগুণ হয়।

Facebook Comments