স্বাস্থ্যবিধি মেনেই উদযাপন করা হবে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী

আসছে ১২ রবিউল আউয়াল (চাঁদ দেখা সাপেক্ষে ৩০ অক্টোবর) দেশব্যাপী উদযাপিত হবে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ধর্ম মন্ত্রণালয়ের আয়োজনে অনলাইন (ভার্চ্যুয়াল) আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আয়োজনটির সভাপতিত্ব করেন ধর্ম সচিব মো. নূরুল ইসলাম।

এই সভায় ধর্ম সচিব জানান, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় এ বছর স্বাস্থ্যবিধি অনুসরণ ও নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে যথাযোগ্য মর্যাদায় আসন্ন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হবে। এক্ষেত্রে প্রযুক্তিগত সুবিধা ব্যবহার করা হবে।

এছাড়া সভায় ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

ভার্চ্যুয়ালি আন্তঃমন্ত্রণালয় সভায় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

Facebook Comments