রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতদের ‘গোলাগুলি’, আহত ৪

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘দুই ডাকাত দলের’ মধ্যে গোলাগুলিতে চার জন আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের নিবন্ধিত নয়াপাড়ার ক্যাম্পের ই-সি ব্লকের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।গোলাগুলিতে আহতরা হলেন টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে এইচ ব্লকের বাসিন্দা রহমত উল্লাহ, মো. জালাল, সৈয়দ আলম ও আবদুস সালাম।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এপিবিএন পুলিশ ফাড়ির ইনচার্জ উপপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, রাতে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘ডাকাত জকির ও সালমান শাহ’ দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে চার জন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ক্যাম্পে স্থাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।তার মধ্যে তিন জনের অবস্থা অবনতি হওয়ায় কক্সবাজার হাসপাতালে পাঠান।ডাকাতদের ধরতে পুলিশের অভিযান চলছে ।

Facebook Comments