নৌযানকেও প্রয়োজনে আইসোলেশন সেন্টারে রূপান্তর

দেশবাংলা ডেস্ক

করোনাভাইরাস মোকাবিলায় প্রয়োজনে নৌযানকেও আইসোলেশন সেন্টার বা হাসপাতালে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
শনিবার ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল সভাকক্ষে বেসরকারি লঞ্চ মালিকদের সঙ্গে নৌযানে করোনাভাইরাস সংক্রমণ রোধে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এরই মধ্যে লঞ্চ মালিক সমিতি অনুমতি দিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় যদি প্রয়োজন মনে করে তাহলে লঞ্চগুলোকে আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহার করতে পারে, আমরা প্রস্তুত আছি। এতে উপকূলীয় অঞ্চলের জনগণের কাছে চিকিৎসাসেবা দ্রুত পৌঁছে দেয়াসহ করোনা সংক্রমণ রোধ সম্ভব হবে।

Facebook Comments