আগে আমাদের জানান কেউ ঘুষ চাইলে

দুদক কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম বলেন,কেউ ঘুষ চাইলে আগে আমাদের জানান।দুদকের একার পক্ষে দুর্নীতি রোধ করা সম্ভব নয়।দুর্নীতি রোধে সরকারি প্রচেষ্টার পাশাপাশি সামাজিক প্রতিরোধও জরুরি।তাই এ জন্য দলমত নির্বিশেষে সবকেই এগিয়ে আসতে হবে।
রোববার (৫ মে) বেলা ১১টার দিকে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে শ্রেষ্ঠ দুর্নীতি প্রতিরোধ কমিটি অ্যাওয়ার্ড প্রদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান দুদক কমিশনার।
দুদক কমিশনার বলেন, দুর্নীতি করে এখন আর কেউ পার পাবেন না। দুর্নীতি দমন কমিশন এ ব্যাপারে সব সময়ই সচেষ্ট রয়েছে। তাই সময় থাকতে দুর্নীতি পরিহার করাই শ্রেয়। না হলে দুর্নীতির দায়ে কঠোর সাজাভোগ করতে হবে। দেশে বর্তমানে দুর্নীতির শাস্তির হার ৭০ শতাংশ। তবে আগামীতে তা শতভাগ করা হবে।
এ বছর শ্রেষ্ঠ জেলার পুরস্কার পেয়েছে বগুড়া জেলা। এছাড়া উপজেলাতে শ্রেষ্ঠত্ব পায় রাজশাহীর গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও সিরাজগঞ্জের উল্লাপাড়া।

 

Facebook Comments