চলচ্চিত্র দিবসে মঞ্চ মাতাবেন বিপাশা

প্রতি বছর এপ্রিলের তিন তারিখ পালন করা হয় জাতীয় চলচ্চিত্র দিবস।এবারো তার ব্যতিক্রম হয়নি।নানা আয়োজনের মধ্যদিনে দিনটি পালন করা হচ্ছে।যার মাঝে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এবার এফডিসির উদ্যোগে জাতীয় চলচ্চিত্র দিবস দুদিন উদযাপিত হবে।দিবসের প্রথম দিন বুধবার বর্ণাঢ্য র‍্যালি দিয়ে শুরু হয়েছে আয়োজনের।বুধবার পবিত্র শবে মেরাজ থাকায় বৃহস্পতিবার বিকেলে থেকেই শুরু হবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।চলচ্চিত্রের তারকারা চলচ্চিত্রের বিভিন্ন জনপ্রিয় সব গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন।
এবারের চলচ্চিত্র দিবসে মঞ্চ মাতানো তারকাদের তালিকায় আছে ঢাকাই চলচ্চিত্রের আইটেম কন্যা হিসেবে পরিচিত লাক্স-চ্যানেল আই সুপারস্টার বিপাশা কবির।তার বিপাশার সাথে জুটি বেঁধবেন দেশা দ্যা লিডার খ্যাত নায়ক শিপন মিত্র।
এবারের মূল আকর্ষণ হিসেবে থাকবে বাংলা চলচ্চিত্রের সোনালী দিনের ছবির জনপ্রিয় নায়ক জাভেদ ও অঞ্জনার পরিবেশনা। এছাড়াও আরো মঞ্চ মাতাবেন মাহিয়া মাহি, আঁচল আঁখি, নিরব, ইমন,জয় চৌধুরী, রোমানা নীড়, সানজু জন, তমা মির্জা, মৌমিতা মৌ, আইরিন সুলতাসহ এ প্রজন্মের নায়ক-নায়িকারা।
এবারের চলচ্চিত্র উৎসবে বিভিন্ন গানের সঙ্গে নাচ কোরিওগ্রাফি করছেন দেশের খ্যাতিমান নৃত্য পরিচালক মাসুম বাবুল।এছাড়া রয়েছেন সাইফ খান কালু, নূহরাজ, এ কে আজাদ, হাবিব রহমান, আজিজ রেজা, ইউসুফ খান।
দুদিনব্যাপী অনুষ্ঠান নিয়ে এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া বলেন, ‘বুধবার আমারা নানা আয়োজনে আমাদের জাতীয় চলচ্চিত্র দিবস পালন করছি। যার মাঝে শোভযাত্রা, সেমিনার। তবে আজকে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করছি না। সাংস্কৃতিক অনুষ্ঠানটি আমরা ৪ তারিখ বিকেলে করব।’
এদিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দিবসটি উপলক্ষে আজ থেকে তিন দিনের কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে আছে চলচ্চিত্র বিষয়ে আলোচনা, সেমিনার, পোস্টার প্রদর্শনী, চলচ্চিত্রের গান পরিবেশনা।

Facebook Comments