বিএসপিএর আয়োজনে ভলিবল রিপোর্টিং বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ব্যবস্থাপনায় ব্লেজার বিডি-বিএসপিএ ওয়ার্কশপ আয়োজিত হয়েছে আজ রবিবার। এবারের ওয়ার্কশপের বিষয়বস্তু ছিল ভলিবল রিপোর্টিং। যেখানে অংশ নিয়েছেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৫০ জন সাংবাদিক। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সম্মেলন কক্ষে ওয়ার্কশপের উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ব্লেজার বিডি’র কর্নধার এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কোষাধ্যক্ষ কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। বিএসপিএ’র সিনিয়র সহ-সভাপতি পরাগ আরমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ’র সঞ্চালনায় এবারের ওয়ার্কশপটি পরিচালনা করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের রেফারিজ কমিটির চেয়ারম্যান মনিরুল হক এবং বাংলাদেশ জাতীয় ভলিবল দলের কোচ গোলাম রসুল মেহেদী। এ সময় ভলিবলের নানা বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন বিএসপিএ’র সিনিয়র সদস্য এবং ভলিবল ফেডারেশনের সদস্য মোস্তফা কামাল। ওয়ার্কশপের সমাপ্তি টানেন বিএসপিএর সাবেক সভাপতি মো. হাসান উল্লাহ খান রানা। এই ওয়ার্কশপের মধ্য দিয়ে উপস্থিত ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়ালখকরা ভলিবল খেলার নিয়মকানুন সম্পর্কে সম্মক ধারণা পেয়েছেন যা তাদের পেশাগত উৎকর্ষ সাধনে অগ্রনী ভূমিকা রাখবে।উল্লেখ্য, বিএসপিএ গত ২০১৭ সাল থেকে বিভিন্ন খেলার রিপোর্টিং এর উপর ওয়ার্কশপ আয়োজন করে আসছে।

Facebook Comments