নেপাল যাচ্ছে বাংলাদেশের মেয়েরা

আগামী (১২ মার্চ) মঙ্গলবার নেপালে বসতে যাচ্ছে সাফ নারী চ্যাম্পিয়নশিপের পঞ্চম আসর। দক্ষিণ এশিয়ার ফুটবলে মেয়েদের শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে বাংলাদেশ দলের অংশগ্রহণ ও লক্ষ্য সম্পর্কে অবহিত করতে আজ শনিবার দুপুরে বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে নিজেদের লক্ষ্য তুলে ধরেন বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের প্রধান কোচ ও অধিনায়ক। কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, মেয়েদের অনেকের বয়সও ছিল কম।গত দুই বছরে এরা অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। খেলোয়াড়দের মধ্যে পরিপক্কতা এসেছে। আশা করছি গত সাফের চেয়ে মেয়েরা এবার আরও ভালো ফুটবল খেলবে। গ্রুপ পর্ব নিয়ে আমাদের একটা পরিকল্পনা আছে। তিনি বলেন, এবারও আমাদের লক্ষ্য থাকবে গ্রুপে নেপালের চেয়ে ভালো করে সেমি-ফাইনালে ভারতকে এড়ানোর নেপাল শক্তিশালী দল। তবে এই নেপালের সঙ্গে কিছুদিন আগে আমরা মিয়ানমারে (অলিম্পিক বাছাই) ড্র করেছিলাম। এই অভিজ্ঞতায় সাফে কাজে আসবে। বাংলাদেশ দলের কোচ বলেন,আমার দলে মূল শক্তি গোল করার অনেক ফুটবলার আছে। সাবিনা, শামসুন্নাহার, কৃষ্ণার সঙ্গে তহুরা আছে। তহুরা মিয়ানমারে ভালো করেছে। সিরাজ জাহান স্বপ্না, ইশরাত জাহান রত্না গত দুই বছরে এদের মধ্যে অনেক পরিপক্কতাি এসেছে। আমাদের প্রথম লক্ষ্য ভালোভাবে গ্রুপ পর্ব পেরিয়ে সেমি-ফাইনালে ওঠা। বাংলাদেশ জাতীয় নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‌নেপাল ও ভারত শক্তিশালী দল। তবে আমাদের সঙ্গে তাদের মূল পার্থক্য হচ্ছে অভিজ্ঞতায়। যেমন ভারতের এমন অনেক খেলোয়াড় আছে যার আন্তর্জাতিক ফুটবল খেলার চেয়েও আমাদের দলের অনেকের বয়স কম। তবে আমরা নিজেদের উজাড় করে খেলব। ভালো ফল পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। বাফুফের টেকনিক্যাল এন্ড স্ট্যাটেজিক জিরেক্টর পল থমাস স্মলি বলেন, আমাদের জাতীয় দলের খেলোয়াড়ই আছে মাত্র ১৬ জন। সেখানে অনান্য দেশগুলোর জাতীয় দলের খেলোয়াড় সংখ্যা অনেক। আমাদের এই দলটায় একটা সময় দারুণ একটা জাতীয় দল হবে। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফে নির্বাহী সদস্য, মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান, ফিফা কাউন্সিল মেম্বার ও এএফসি সদস্য মাহফুজা আক্তার কিরণ, বাফুফে সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম বাবু, বাফুফের সাধারণ সম্পাদক মোঃ আবু নাইম সোহাগ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক লিঃ এর হেড অব কমিউনিকেশন্স এন্ড ব্রান্ডিং ডিভিশন খন্দকার আনোয়ার ইহতেশাম, বাফুফে Technical & Strategic Director Mr. Paul Thomas Smalley,, বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দলের প্রশিক্ষক গোলাম রাব্বানী ছোটন, অধিনায়ক সাবিনা খাতুন, সহ-অধিনায়ক মিসরাত জাহান মৌসুমী।

Facebook Comments