আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলতে কম্বোডিয়া যাচ্ছে জাতীয় ফুটবল দল

পাঁচমাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে আগামীকাল দুপুরে কম্বোডিয়া যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ৯ মার্চ কম্বোডিয়ার রাজধানী নমপেনে স্বাগতিকদের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে অংশ নেবে লাল-সবুজের পতাকাধারীরা।গত বছর ১০ অক্টোবর কক্সবাজারে বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে ফিলিস্তিনের বিপক্ষে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এ উপলক্ষ্যে বাফুফে ভবনে আজ এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,বাফুফে সিনিয়র সহ-সভাপতি ও ন্যাশনাল টিমস্ কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ,এমপি, বাফুফে সহ-সভাপতি ও ন্যাশনাল টিমস্ কমিটির ডেপুটি চেয়ারম্যান তাবিথ আউয়াল, বাফুফে সদস্য জনাব মোঃ শওকত আলী খান জাহাঙ্গীর, বাফুফে সদস্য জনাব সত্যজিৎ দাশ রূপু, ন্যাশনাল টিমস্ কমিটির সদস্য আনোয়ারুল হক হেলাল, ন্যাশনাল টিমস্ কমিটির সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ, বাফুফের সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু নাইম সোহাগ, বাফুফে Technical & Strategic Director Mr. Paul Thomas Smalley,জাতীয় ফুটবল দলের হেড কোচ James Day সহকারী প্রশিক্ষক Stuart Paul Wattkiss.

Facebook Comments