হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জাহিদ হাসান

গত ১৭ ফেব্রুয়ারি (রোববার) রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল।তবে বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।তার অসুস্থতার খবরটি নিশ্চিত করে অভিনেতা আরফান আহমেদ বলেন,গত ১০ ফেব্রুয়ারি জাহিদ ভাই দু’টি নাটকের শুটিং করতে নেপালে গিয়েছিলেন।তার সঙ্গে আমিও ছিলাম। সেখানে ঠান্ডার মধ্যে টানা কাজ করার ফলে তিনি হঠাৎ কিছুটা অসুস্থ হয়ে পড়েন। এমনিতে আগে থেকে ওনার কোল্ড অ্যালার্জি ছিল। যে কারণে শ্বাসপ্রশ্বাসে সমস্যা দেখা দেয়।জাহিদ হাসানের শারীরিক অবস্থা কিছুটা উন্নত হওয়ার কারণে বুধবার তিনি বাসায় ফিরেছেন। তবে এখনো পুরোপুরি সুস্থ হননি। তাই আগামী এক সপ্তাহ জাহিদ হাসান কোনও শুটিংয়ে অংশ নিতে পারছেন না।

Facebook Comments