মো: রাসেল
নিজস্ব প্রতিবেদক :দেশবাংলাবিডি২৪.কম
আওয়ামী লীগ সরকারের আমলে যদি দেশের উন্নয়ন হয়ে থাকে তাহলে শেখ হাসিনার মার্কা নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-৯ আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সাবের হোসেন চৌধুরী।
এই আসনের বর্তমান এই সংসদ সদস্য বলেন, ‘আমি গত ১০ বছর ক্ষমতায় ছিলাম। দীর্ঘদিন ধরে এই এলাকায় রাজনীতি করে আসছি। আমি এবং আমার সরকারের মাধ্যমে যদি উন্নয়ন হয়ে থাকে তাহলে শেখ হাসিনার মার্কা নৌকায় ভোট দেবেন।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকেল তার নির্বাচনি এলাকা খিলগাঁও, বাসাবো, গোড়ান ও মানিকনগর এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
বিকেলে সাবের হোসেন চৌধুরী বিশাল প্রচুরসংখ্যক নেতাকর্মীসহ নিজ নির্বাচনি এলাকায় প্রচারণা শুরু করেন। বিকেল ৪টার পর খিলগাঁও মডেল কলেজ চত্বর থেকে খণ্ড খণ্ড মিছিল আশপাশের বিভিন্ন অলিগলি ও প্রধান সড়কগগুলোতে ছড়িয়ে পড়ে। এসময় বিভিন্ন গানের সঙ্গে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। বিকেল ৪টা থেকে প্রচারণা শুরু হলেও দুপুরের পর থেকে খণ্ড খণ্ড মিছিলসহ তার নির্বাচনি আসনের বিভিন্ন স্থান থেকে খিলগাঁও মডেল কলেজ চত্বরে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে সেখানে লোকে লোকারণ্য হয়ে পড়ে। এই আসনের প্রতিটি ওয়ার্ডের আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাড়াও এর অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী মহিলা লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ব্যানারসহ মিছিলে অংশ নেন। প্রচারণায় অংশগ্রহণকারীদের অনেকেই কাঠ, বাঁশ ও লাল-সবুজ রঙের কাপড় দিয়ে তৈরি ‘নৌকা’ বহন করেন। এত বিপুলসংখ্যক নেতাকর্মীর জমায়েতের কারণে ওই এলাকার সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে সাধারণ পথচারীরা দুর্ভোগে পড়েন।
প্রচারণার একপর্যায়ে মানিকনগর এলাকায় গিয়ে সাবের হোসেন চৌধুরী ভোটারদের উদ্দেশে বলেন, ‘আমি ১০ বছর ক্ষমতায় ছিলাম। দীর্ঘদিন ধরে এই এলাকায় রাজনীতি করে আসছি। আমি এবং আমার সরকারের মাধ্যমে যদি আপনাদের উন্নয়ন হয়ে থাকে তাহলে শেখ হাসিনার মার্কা নৌকায় ভোট দেবেন।
এই আসনে সাবের হোসেন চৌধুরীর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। তিনিও সকালে তার বাসায় এক সংবাদ সম্মেলনে গণমাধমকর্মীদের সঙ্গে কথা বলেন। পরে গণসংযোগ করেন।
সাধারণ ভোটাররা এ দুই প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন। ঢাকা-৯ আসনটি খিলগাঁও, গোড়ান, মেরাদিয়া, বাসাবো, মাদারটেক, সবুজবাগ, উত্তর মুগদাপাড়া, রাজারবাগ উত্তর ও দক্ষিণ, কদমতলা বাসাবো, পূর্ব বাসাবো, আহমেদবাগ, মুগদাপাড়া ও সবুজবাগ থানার নাসিরাবাদ ইউনিয়ন, দক্ষিণগাঁও ইউনিয়ন ও মান্ডা ইউনিয়ন নিয়ে গঠিত। এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১, ২, ৩, ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড পড়েছে।
আওয়ামী লীগ প্রার্থী সাবের হোসেন চৌধুরী ও বিএনপি প্রার্থী আফরোজা আব্বাস ছাড়াও ঢাকা-৯ আসনে নির্বাচন করছেন ‘আম’ প্রতীক নিয়ে ন্যাশনাল পিপলস পার্টির মাহফুজা আক্তার, ‘হাতপাখা’ প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ মানিক মিয়া, ‘টেলিভিশন’ প্রতীকে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মোহাম্মদ শফি উল্লাহ চৌধুরী, ‘হারিকেন’ প্রতীকে বাংলাদেশ মুসলিম লীগের মো. আব্দুল মোতালেব ও ‘গোলাপফুল’ প্রতীকে জাকের পার্টির হুমায়ন কবির রয়েছেন।
দেশবাংলাবিডি২৪/তা/