আমাকে মিডিয়ার দরকার : সাকিব

স্পোর্টস ডেস্ক

ফেসবুক লাইভে এক সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সমালোচনা করে আলোচনায় সাকিব আল হাসান। বোর্ড পরিচালক ও ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আকরাম খানকে নিয়ে মন্তব্য করেন এই অলরাউন্ডার। সাকিব দাবি করেন, টেস্ট খেলতে তার অনীহা নেই। আইপিএলে খেলতে যাবার জন্য যে চিঠি দেয়া হয় আকরামকে, তিনি তা পড়েই দেখেননি। না পড়েই সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। এতে ভুল তথ্য এসেছে সবার সামনে।

এমন পরিস্থিতিতে সোমবার রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় জরুরি বৈঠক করেন বোর্ড পরিচালকরা। সেখান থেকে বের হয়ে আকরাম খান জানান, আগামী এপ্রিলে হতে চলা আইপিএলে সাকিবের খেলতে যাওয়ার অনুমতির পুনর্বিবেচনা করা হবে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাকিবের সঙ্গে কথা বলেছেন সাংবাদিক ও ক্রিকেট বিশ্লেষক উৎপল শুভ্র। কথোপকথনটি নিজ ওয়েবসাইটে ‘উৎপলশুভ্রডটকম’ এ প্রকাশ করেছেন তিনি।

সিনিয়র এই সাংবাদিক সাকিবের কাছে প্রশ্ন রাখেন, ‘কেউ কেউ এমনও বলছেন, আপনি একের পর এক বিতর্ক তৈরির চেষ্টা করছেন, যাতে বিসিবি আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়। আপনি তখন রাগ করে বাংলাদেশের পক্ষে খেলা-টেলা ছেড়ে দিয়ে ইউএসএ-তে স্থায়ী হয়ে যাবেন।’

সাকিব পাল্টা প্রশ্ন করে বলেন, ‘তাই নাকি? এমন কথা হচ্ছে নাকি! কারও মনে যদি এমন চিন্তা এসে থাকে, তবে তা ভুল চিন্তা।’

উৎপল শুভ্র’র অপর প্রশ্ন, ‘আমি মাঝে মাঝে ভাবি, আপনি যেভাবে মিডিয়াকে নিয়মিত নিউজ জুগিয়ে যাচ্ছেন, আপনি খেলা ছেড়ে দিলে কী হবে?’

জবাবে সাকিব বলেন, ‘এ জন্যই বলি, যেভাবেই হোক, আমাকে ক্রিকেটে রাখেন। নইলে আপনাদের লাইফ বোরিং হয়ে যাবে। মিডিয়ার সাকিবকে দরকার।’

Facebook Comments