টিকা নিলেন বিএনপি নেতা ফারুক

দেশবাংলা ডেস্ক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক করোনাভাইরাসের টিকা নিয়েছেন।

আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সকাল সাড়ে ৮টায় তিনি টিকা নেন।

পরে জয়নুল আবেদিন ফারুক সাংবাদিকদের বলেন, কোভিড-১৯ এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। সবাইকে টিকা নিতে আহ্বানও জানান তিনি। ফারুক আরও বলেন, কোভিড-১৯ সংক্রমণ রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত যেকোনো টিকাই সবারই গ্রহণ করা উচিত।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি টিকা নেন বেগম খালেদা জিয়ার আইনজীবী দলের যুগ্ম-মহাসচিব মাহবুব উদ্দিন খোকন।
বৃহস্পতিবার পর্যন্ত ১৬ কোটির বাংলাদেশে টিকা দেয়া হয়ে গেছে সাড়ে ১৮ লাখের বেশি। শতকরা হিসাবে তা মোট জনসংখ্যার ১.১৫ শতাংশের মতো।

Facebook Comments