ভাষা আন্দোলনে বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য বঙ্গবন্ধুর ভূমিকা ছিল

দেশবাংলা ডেস্ক : তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকাকে যারা খাটো করে দেখার অপচেষ্টা করেছেন, তারা অন্যায় করেছেন। ভাষা আন্দোলনের সমস্ত ঘটনাপ্রবাহে বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য বঙ্গবন্ধুর ভূমিকা ছিল।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অগ্রণী ভূমিকা ছিল জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ভাষা আন্দোলনের সূত্র ধরেই আমাদের স্বাধীনতার সংগ্রাম শুরু হয়। পাকিস্তানের শাসকগোষ্ঠী ১৯৪৮ সালে উর্দুকে যখন রাষ্ট্রভাষা করার পাঁয়তারা করছিলেন, তখনই বঙ্গবন্ধু বাংলাকে রাষ্ট্রভাষা করার কথা বলেছিলেন।

হাছান মাহমুদ বলেন, ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় আমাদের স্বাধীনতা সংগ্রাম, স্বাধীকার আদায়ের সংগ্রাম শুরু হয়ে যায়। বঙ্গবন্ধু স্বাধীনতার পরিকল্পনা করেছিলেন পাকিস্তান হওয়ার পরপরই। সেই পরিকল্পনা থেকেই বঙ্গবন্ধু বাঙালির অধিকার আদায়ের সকল লড়াই-সংগ্রামে নেতৃত্ব দিয়ে স্বাধীনতা এনে দিয়েছিলেন। আর সেজন্যই তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান। আর আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ। সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

জাতীয় প্রেসক্লাবের সদস্য আইয়ুব ভুঁইয়ার সঞ্চালনায় সেমিনানে যুগ্ম সম্পাদক মাইনুল আলম, সদস্য শাহনাজ সিদ্দিকী সোমা, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments