জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড সফর স্থগিত

স্পোর্টস ডেস্ক

চলতি বছর এপ্রিলে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফর করার কথা ছিল আয়ারল্যান্ডের। কিন্তু দ্বিতীয়বারও স্থগিত করা হয়েছে সিরিজটি। এ নিয়ে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড প্রস্তাব দিলে দুই বোর্ডের সিদ্ধান্তেই এমনটা হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড।

আগামী ২৮ মার্চ হারারের উদ্দেশে রওয়ানা করার কথা কথা ছিল আইরিশদের। এর আগে গত বছরের মার্চে সফরটি স্থগিত করা হয়েছিল একই কারণে ।

সূচি অনুযায়ী আগামী এপ্রিলে এই দ্বিপাক্ষিক সিরিজটি ছিল আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ। বিশ্বকাপের মূল পর্বে খেলতে দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ ছিল ওয়ানডে সিরিজটি। কিন্তু জিম্বাবুয়েতে বর্তমান করোনা পরিস্থিতির জন্য স্থগিত করতে হয়েছে সিরিজ।

সফর স্থগিতের ব্যপারে ক্রিকেট আয়ারল্যান্ডের ডিরেক্টর রিচার্ড হোল্ডওয়ার্থ বলেন, ‘আমরা খুবই আশাহত এই সিরিজ নিয়ে। দু’দলের জন্যই গুরুত্বপূর্ণ ছিল সিরিজ। কিন্তু সবার কথা বিবেচনা করে দুই বোর্ডের সম্মতিতে স্থগিত করতে হয়েছে সিরিজ দুটি।’

তবে এ বছরের শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি খেলার জন্য চেষ্টা করে হবে বলেও জানান রিচার্ড হোল্ডওয়ার্থ।

Facebook Comments