করোনা ভ্যাকসিন নিলেন বাফুফে সভাপতি কাজী সালাহ্উদ্দীন

মোঃ রাসেল

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো: সালাহ্উদ্দীন করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন।

আজ সোমবার (০৮ ফেব্রুয়ারি, ২০২১) সকাল ১১.০০ ঘটিকায় মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে কোভিড-১৯ প্রতিরোধী ভ্যাকসিন গ্রহণ করেন।

ভ্যাকসিন গ্রহণ প্রসঙ্গে কাজী মো: সালাহ্উদ্দীন বলেন, আমি যখনই শুনেছি বাংলাদেশ ভ্যাকসিন চলে এসেছে তখন থেকেই চেয়েছি ভ্যাকসিন দিতে। ইউরোপের লক্ষ লক্ষ মানুষ এই ভ্যাকসিন দিচ্ছে। এটা এখন প্রারম্ভিক পর্যায়ে আছে। আমি যেমন নিজে এসেছি তেমনই আমার স্ত্রী-সন্তানদের এনেছি, বাফুফে’র অন্যান্য সদস্যরাও এসেছে। তবে আমার অনুরোধ ভ্যাকসিন দেয়ার প্রক্রিয়াটা যেন সহজ করা হয়।

ভ্যাকসিন গ্রহণের সময় উপস্থিত ছিলেন বাফুফে সাধারণ সম্পাদক জনাব মো: আবু নাইম সোহাগ, মুগদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: আহমেদুল কবীর এবং মুগদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা: অসিম কুমার নাথ। করোনা ভ্যাকসিন প্রদান করেন উক্ত হাসপাতালের সিনিয়র নার্স স্মিতা গায়েন।

Facebook Comments