ভারতে করোনা টিকাদান কর্মসূচি ১৬ জানুয়ারি শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে করোনা টিকা দেয়ার মহড়া আগেই শুরু হয়েছে। তবে ভারতের কেন্দ্রীয় সরকার শনিবার জানিয়েছে, আগামী ১৬ জানুয়ারি থেকে দেশব্যাপী করোনার টিকাদান কর্মসূচি শুরু হবে।

প্রথম পর্যায়ে প্রায় ৩ কোটি টিকা দেয়া হবে। অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যকর্মী এবং ফ্রন্টলাইন কর্মীদের টিকা দেয়া হবে। তারপর ৫০ বছরের বেশি ব্যক্তিরা এই টিকা পাবে।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সেখানেই সিদ্ধান্ত নেয়া হয় যে, আগামী শনিবার থেকে ভারতে করোনা টিকাকরণ শুরু হয়ে যাবে।

মোদির ডাকা বৈঠকে এদিন ক্যাবিনেট সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব ও অন্যান্য সিনিয়র কর্মকর্তারা ছিলেন। মোদি করোনার একাধিক বিষয় নিয়ে বিশদে ও ব্যাপকভাবে পর্যালোচনা করেন।

Facebook Comments