করোনায় দেশে ৩৫ জনের মৃত্যু

করোনাভাইরাসে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। দেশে মৃতের সংখ্যা ৬ হাজার ৮০৭ জন। এছাড়া নতুন শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৮৮ জন। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ৭৫ হাজার ৮৮৯ জনে।

আজ শনিবার (৫ ডিসেম্বর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনা পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় ১১৮টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ১৯৯টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ৫৪০টি নমুনা পরীক্ষা করা হয়। এনিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৮ লাখ ৪৯ হাজার ৯৫১টি। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৪৫৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৩ হাজার ৪০৮ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৯৪ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭০ শতাংশ, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২ দশমিক ৬৭ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

Facebook Comments