দ্বিতীয় দফা করোনা ঠেকাতে বিদেশ ফেরতদের কঠোর কোয়ারেন্টিন

দেশবাংলা ডেস্ক

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঠেকাতে বিদেশ ফেরতদের মধ্যে সন্দেহভাজন করোনা সংক্রমিতদের কঠোর কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আজ রোববার (১ নভেম্বর) করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে করণীয় নির্ধারণে আন্তঃমন্ত্রণালয় ভার্চ্যুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান প্রতিমন্ত্রী।

বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার জানান, করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে বিদেশ ফেরতদের মধ্যে সন্দেহভাজন করোনা সংক্রমিতদের কোয়ারেন্টিন কঠোর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া করোনা ঠেকাতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে ৫ সদস্যের কমিটি গঠিত হয়েছে।

জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের নেতৃত্বে বৈঠকে অংশ নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সাস্থ্য সচিব আব্দুল মান্নান ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের প্রতিনিধিরা।

Facebook Comments