আইসিসি র‌্যাংকিংয়ে উন্নতি নারী ক্রিকেট দলের

স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ ওয়ানডে র‌্যাংকিংয়ে শ্রীলংকাকে পেছনে ফেলে আট নম্বরে উঠে এসেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

শক্তিশালী ভারতকে হারিয়ে সবশেষ এশিয়া কাপ জেতা বাংলাদেশ নারী ক্রিকেট দলের বর্তমান রেটিং পয়েন্ট এখন ৬১। বাংলাদেশের ঠিক ওপরে রয়েছে পাকিস্তান। ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে তারা রয়েছে সাতে।

বাংলাদেশের উন্নতি হলেও অবনতি হয়েছে শ্রীলংকা নারী দলের। ৪৭ রেটিং পয়েন্ট নিয়ে নয়ে লংকান নারী ক্রিকেট দল।১৬০ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। ১২১ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত, ১১৯ পয়েন্ট নিয়ে তিনে ইংল্যান্ড।

বাংলাদেশের মতো র‌্যাংকিংয়ে একধাপ উন্নতি হয়েছে দক্ষিণ আফ্রিকার। নিউজিল্যান্ডকে হটিয়ে১০৭ রেটিং পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে প্রোটিয়া নারী ক্রিকেটাররা। ৯৪ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে নিউজিল্যান্ড। ৮৬ রেটিং পয়েন্ট নিয়ে ছয়ে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ১৩ রেটিং পয়েন্ট নিয়ে সেরা দশের তালিকায় একদম শেষে আয়ারল্যান্ড।

Facebook Comments