উন্মুক্ত স্থানে আর কোনো বর্জ্য থাকবে না: মেয়র তাপস

দেশবাংলা ডেস্ক

২০২১ সালের মধ্যে রাজধানীতে উন্মুক্ত স্থানে আর কোনো বর্জ্য থাকবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

স্থানীয় সরকার মন্ত্রণালয় চার সিটি করপোরেশনকে রোড সুইপার ট্রাক হস্তান্তর অনুষ্ঠানে আজ বুধবার সকালে রাজধানীর গুলশানে তিনি একথা বলেন। রাজধানীর গুলশানস্থ শাহাবুদ্দিন পার্কে আধুনিক ট্রাকগুলো বিতরণ করা হয়।

বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে ঢাকা উত্তর, দক্ষিণ, গাজীপুর ও চট্টগ্রাম সিটি করপোরেশনকে আধুনিক ভ্যাকুম টাইপ রোড সুইপার ট্রাক বিতরণ করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। সর্বমোট ২০টি রোড সুইপিং ট্রাক বিতরণ করা হয়।
এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, পর্যায়ক্রমে সব কিছু অটোমেশন করা হবে, যেন দ্রুত রাজধানীর বর্জ্য অপসারণ করা যায়।
স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, আগামীদিনে ঢাকাসহ সারা দেশকে পরিষ্কার করার জন্য দীর্ঘ পরিকল্পনা নেয়া হয়েছে। চার সিটির এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই কাজ শুরু হলো।

Facebook Comments