খুলে দিচ্ছে দেশের সব সিনেমা হল

দেশবাংলা ডেস্ক

করোনা মহামারির কারণে প্রায় ছয় মাস বন্ধ থাকার পর দেশের সব সিনেমা হল আগামী ১৬ অক্টোবর থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সোমবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতাদের এ সিদ্ধান্তের কথা জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

এসময় তিনি বলেন,করোনা পরিস্থিতি এখন যে পর্যায়ে আছে, তা যদি কমতে থাকে তাহলে আগামী ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খোলা যেতে পারে। আমরা সেরকমই ভাবছি। তবে সেটি প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে। আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে হল খোলা রাখতে হবে। অর্ধেক দর্শক নিয়ে সিনেমা হল চলবে। তবে যদি করোনা পরিস্থিতির অবনতি হয়, তাহলে সিদ্ধান্ত পরিবর্তন হবে।

তিনি আরও বলেন,স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি আসন সংখ্যার অর্ধেক টিকিট বিক্রির শর্ত দেওয়া হয়েছে।

সভায় এ সময় উপস্থিত ছিলেন তথ্য সচিব কামরুন নাহার, চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিঞা আলাউদ্দিন, জেনারেল সেক্রেটারি সম্রাটসহ অনেকেই।

Facebook Comments