সিনহা হত্যা মামলায় এসপি মাসুদকে আসামি করার আবেদন বোনের

কক্সবাজার প্রতিনিধি

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেনকে আসামি করার আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে এ আবেদন করেন সিনহার বড়বোন ও সিনহা হত্যা মামলার বাদী শারমিন শাহরিয়া ফেরদৌস। আবেদনটি আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন আদালত।

বাদীর আইনজীবী মোহাম্মদ মোস্তফা বলেন, আদালত আবেদনটি গ্রহণ করলেও এ বিষয়ে এখনও কোনো আদেশ দেননি। তবে যেকোনো সময় আদেশ হতে পারে।

বাদীর আবেদনে বলা হয়,সিনহা হত্যার আগে ও পরে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের সঙ্গে মামলার আসামিদের যোগাযোগ ছিল। পুলিশ সুপার আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেছেন এবং এখনও করার প্রচেষ্টায় আছেন। একজন এসপি হয়ে সাবেক মেজর সিনহার গাড়িতে ইয়াবাসহ নানা মাদক পাওয়া যাওয়ার মিথ্যা তথ্য প্রচার করে মানহানি করেছেন। তিনি অপরাধীদের পক্ষে কারাগারে ডিভিশন চেয়ে পত্র দেন। তাই সুষ্ঠু বিচার পাওয়ার স্বার্থে তাকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

Facebook Comments